ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেন

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ নভেম্বর) মূল্য সূচকে বড় উত্থান ঘটেছে। সেসঙ্গে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ।


 
এদিন লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ৬৫ পয়েন্ট। উত্থান হয়েছে অন্য দু’টি সূচকেরও।

এরমধ্যে ডিএসই-৩০ সূচকটি বেড়েছে ২৪ পয়েন্ট এবং ডিএসই শরীয়াহ্ সূচক বেড়েছে ১৫ পয়েন্ট।
 
আগের দিনের তুলনায় বেড়েছে ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম। দিন শেষে দর বৃদ্ধি পাওয়া কোম্পানির তালিকায় রয়েছে ২৩৫টি। অপরদিকে দাম কমার তালিকায় আছে ৪৯টি এবং অপরিবর্তিত আছে ২৯টি।
 
আর দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩০ কোটি ৬৫ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ২৬ কোটি ৮৮ লাখ টাকা বেশি।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- সাইফ পাওয়ার, ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা, ফার কেমিক্যাল, এএফসি অ্যাগ্রো, কেডিএস, স্কয়ার ফার্মা, বিএসআরএম স্টিল, ইউনাইটেড পাওয়ার ও কেপিসিএল।
 
এদিন ডিএসইতে কারিগরি ত্রুটির কারণে দেড় ঘণ্টা দেরিতে লেনদেন শুরু হয়। দুপুর ১২টায় লেনদেন শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে অপর শেয়ারবাজার সিএসইতে নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু।
 
ডিএসইতে লেনদেন বিঘ্ন ঘটায় সিএসইর লেনদেনে কিছুটা ইতিবাচক প্রভাব দেখা যায়। আগের কার্যদিবসের এ বাজারটিতে লেনদেন হয়ে ২৬ কোটি ৬১ লাখ টাকা। তা রোববার ৩১ কোটি ২ লাখ টাকা ছাড়িয়ে যায়।
 
লেনদেন বৃদ্ধির পাশাপাশি এ বাজারটিতে বড় উত্থান ঘটে সব সূচকেই। সিএসইক্স সূচক আগের দিনের তুলনায় বেড়েছে ৮৩ পয়েন্ট। অন্য সূচকগুলোর মধ্যে সিএএসপিআই বেড়েছে ১৩৭ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৫৪ পয়েন্ট ও সিএসআই ৭ পয়েন্ট বেড়েছে।
 
দিন শেষে লেনদেন হওয়া ১৬০টি প্রতিষ্ঠানের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত আছে ৩১টি।
 
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।