ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক পতনেও বেড়েছে লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
সূচক পতনেও বেড়েছে লেনদেন

ঢাকা: টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকে মূল্য সূচকের পতন ঘটেছে। তবে উভয় বাজারে বেড়েছে লেনদেনের পরিমাণ।


 
বুধবার (০২ ডিসেম্বর) লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ৪ হাজার ৬১৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য দু’টি সূচকের মধ্যে ডিএসই শরীয়হ্ সূচক দশমিক ৪৪ পয়েন্ট কমে ১ হাজার ১১৫ পয়েন্টে অবস্থান করছে। তবে বেড়েছে ডিএসই-৩০ সূচক। এ সূচকটি ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৭ পয়েন্টে অবস্থা করছে।
 
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬৪ কোটি ৫৪ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৮৬ কোটি ৮ লাখ টাকা বেশি। এ বাজারটিতে লেনদেন হওয়া ১২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দাম কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত আছে ৪৬টি।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- বিএসআরএম স্টিল, অ্যাকটিভ ফাইন, বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস, ‍আমান ফিড, স্কয়ার ফার্মা, সাইফ পাওয়ার, কেপিসিএল, ফার কেমিক্যাল ও আরএসআরএম স্টিল।
 
বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। কয়েক দফা ওঠানামার মধ্যেও লেনদেনের শেষ মিনিটের আগ পর্যন্ত সূচক ঊর্ধ্বমুখী ছিল। তবে শেষ মিনিটের লেনদেনে ঋণাত্মক হয়ে পড়ে সূচক।
 
ডিএসইতে লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৪০ মিনিটে বাড়ে ১২ পয়েন্ট। ১০টা ৫০ মিনিটে বাড়ে ১০ পয়েন্ট।
 
সূচকের এ ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকায় বেলা ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১১টা ১০ মিনিটে বাড়ে ১৬ পয়েন্ট। বেলা ১১টা ২০ মিনিটে বাড়ে ১৮ পয়েন্ট। বেলা ১১টা ৩৫ মিনিটে বাড়ে ১৫ পয়েন্ট। দুপুর ১২টায় বাড়ে ৬ পয়েন্ট।
 
এরপর নিম্নমুখী হতে থাকে সূচক। ১২টা ২১ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে যায়। তবে ৫ মিনিটের ব্যবধানেই ধনাত্মক হয়ে পড়ে সূচক। দুপুর সাড়ে ১২টায় ডিএসইএক্স সূচক বাড়ে ৩ পয়েন্ট। ১টায় বাড়ে ৮ পয়েন্ট। দুপুর ২টায় সূচক আগের দিনের অবস্থানে চলে আসে। আর লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে যায়।
 
অপর বাজার সিএসইতে সিএসইএক্স সূচক কমেছে দশমিক ২৩ পয়েন্ট। অন্য সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ কমেছে ২ পয়েন্ট। আর সিএসই-৩০ কমেছে ৩৪ পয়েন্ট। তবে সিএএসপিআই সূচক দশমিক শূন্য ৮ পয়েন্ট এবং সিএসআই সূচক ১ পয়েন্ট বেড়েছে।
 
এ বাজারটিতে লেনদেন হয়েছে ৪২ কোটি ১০ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১৩ কোটি ১৬ লাখ টাকা কম। লেনদেন হওয়া ৯৬টি প্রতিষ্ঠানের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১২০টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।
 
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।