ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দিনভর ওঠানামার পর কমলো সূচক-লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
দিনভর ওঠানামার পর কমলো সূচক-লেনদেন

ঢাকা: টানা দরপতন দেখা দিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ার শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। মূল্য সূচকের সঙ্গে দুই বাজারেই ধারাবাহিকভাবে কমেছে লেনদেনের পরিমাণ।


 
বুধবার (০৯ ডিসেম্বর)  ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ৬ পয়েন্ট। অপর শেয়ারবাজার সিএসইতে সিএসইএক্স সূচক কমেছে ১৫ পয়েন্ট। এ নিয়ে দুই বাজারে টানা ৩ দিন দরপতন হলো।
 
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৪১ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১৬ কোটি ৬৭ লাখ টাকা কম। এ বাজারটিতে লেনদেন হওয়া ১৪৪টি প্রতিষ্ঠানই দিন শেষে দর হারিয়েছে। এর বিপরীতে দাম বেড়েছে ১২৬টির এবং অপরিবর্তিত আছে ৫৩টি।
 
তথ্য পর্যালোচনায় দেখা যায়, এদিন সব চেয়ে বেশি লেনদেন হয়েছে প্রকৌশল খাতের শেয়ার। মোট লেনদেনের ২৪ দশমিক ৪৪ শতাংশই ছিল এ খাতের দখলে। ১৬ দশমিক ৩৬ শতাংশ অবদান রেখে পরের অবস্থানে আছে ওষুধ ও রসায়ন খাত।
 
এছাড়া মোট লেনদেনে জ্বালানি খাতের অংশ ১০ দশমিক ১১ শতাংশ, বস্ত্র খাতের ৮ দশমিক ৭৩ শতাংশ, বিমা খাতের ৭ দশমিক ৫৯ শতাংশ, ব্যাংক খাতের ৫ দশমিক ৮২ শতাংশ এবং সিমেন্ট খাতের ৫ দশমিক ১৫ শতাংশ। বাকি সবকটি খাতের অংশ ৪ শতাংশেরনি
 
এদিকে বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার ডিএসইতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৪০ মিনিটে বাড়ে ১৬ পয়েন্ট। এরপর নিম্নমুখী হতে থাকে সূচক।

বেলা ১০টা ৫৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট পড়ে যায়। বেলা ১১ টায় ডিএসইএক্স সূচক কমে ১ পয়েন্ট।
 
এরপর আবার ঊর্ধ্বমুখী হয় সূচক। বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১২ পয়েন্ট। বেলা ১১টা ২০ মিনিটে বাড়ে ১১ পয়েন্ট। বেলা ১১টা ৫০ মিনিটে বাড়ে ৯ পয়েন্ট। দুপুর ১২টায় বাড়ে ৮ পয়েন্ট। দুপুর ১টায় বাড়ে ১ পয়েন্ট।
 
এরপর ফের নিম্নমুখী হয় সূচক। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যহত থাকে। দুপুর ২টায় ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে যায়। দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৭ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ১ হাজার ৭৪৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ১ হাজার ১০৪ পয়েন্টে অবস্থান করছে।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- আফতাব অটোস, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, কাশেম ড্রাইসেল, ডেল্টা লাইফ, বিএসআরএম স্টিল, ইউনাইটেড পাওয়ার, কেডিএস, এমআই সিমেন্ট ও শাশা ডেনিম।
 
অপর বাজার সিএসইতে সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ১৮ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ২ কোটি ৯৬ লাখ টাকা কম। এ বাজারটিতে লেনদেন হওয়া ৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দাম কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত আছে ৪১টি।
 
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।