ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মে ৮, ২০১৬
পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত

ঢাকা: দেশের প্রধান দুই পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৮ মে) ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। এদিন ঢাকার বাজারে সূচক বেড়েছে ৩৩ পয়েন্ট, চট্টগ্রামের বাজারে বেড়েছে ৫৫ পয়েন্ট।

 

এদিন সূচক বাড়ার পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

নির্ধারিত সময়ে উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু হলেও জামায়াতের ডাকা হরতালের কারণে মতিঝিলের অধিকাংশ ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি ছিলো হাতে গোনা।

জানতে চাইলে মধুমিতা ভবনে অবস্থিত সিনথীয়া সিকিউরিটিজের কর্মকর্তা রফিকুল ইসলাম টিটু বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে মন্দা অবস্থা থাকায় বিনিয়োগকারীরা আসেন না বললেই চলে। যে কয়জন হাউজে আসেন তারা আইপিওতে আবেদন নিয়ে ব্যস্ত থাকেন। এর মাঝে হরতাল থাকায় তারাও আসেননি।

রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের চেয়ে ৩৩ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএইএক্স শরীয়াহ সূচক আগের দিনের চেয়ে ১২ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯ ও ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮২ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৭ কোটি টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৪৭৮ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৮০ কোটি টাকা কম। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ১১৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫০ কোম্পানির শেয়ারের দাম।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৫৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৯৬ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা,  মে ০৮, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।