ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

টানা তিন কার্যদিবস দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মে ১৫, ২০১৬
টানা তিন কার্যদিবস দরপতন

ঢাকা: কয়েকদিন সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতার পর ফের দরপতনে পড়েছে দেশের পুঁজিবাজার। আগের সপ্তাহের শেষ দুই কার্যদিবস দরপতনের ধারাবাহিতায় নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ মে) উভয় বাজারে দরপতন হয়েছে।

এর ফলে টানা তিন কার্যদিবস পুঁজিবাজারে দরপতন হলো।

দিনভর সূচকে নিম্নমুখী প্রবণতার পর এদিন ঢাকার বাজারে সূচক কমেছে ২৩ পয়েন্ট, চট্টগ্রামের বাজারে কমেছে ৩৯ পয়েন্ট। পাশাপাশি কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
 
নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ দশমকি ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ২৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএইএক্স শরীয়াহ সূচক আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১ হাজার ৫০ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৭ দশমিক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৬৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।

রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ২৫৮ কোটি টাকা। আগেরদিন লেনদেন হয়েছিলো ৩১১ কোটি টাকা।

এদিন লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে  ২০৯টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের দাম।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৩৮ দশমিক ৫৩ পয়েন্ট কমে ৮ হাজার ৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ১৮ লাখ টাকা।

লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত আছে ২৮টি।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মে ১৫, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।