ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে সাত মাস পর সর্বোচ্চ লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
ডিএসইতে সাত মাস পর সর্বোচ্চ লেনদেন

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৫৮৯ কোটি টাকা। এর আগে চলতি বছরের ২০ জানুয়ারি লেনদেন হয়েছিলো ৬৬৯ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার টাকার।

যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

আগের দিনগুলোর মতোই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় মঙ্গলবারও লেনদেন শুরু হয়ে চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এরপর শুরু হয় সূচক পতনের ধারা। দিন শেষে দেশের উভয় বাজারে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

এর ফলে ডিএসই ও সিএসইতে টানা চার কার্যদিবস সূচক পতন হলো। তবে তার আগে টানা পাঁচ কার্যদিবস সূচক বেড়েছে।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার ডিএসই’র প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৪.১৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৬৩.৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএস-৩০ মূল্যসূচক ৫.৯৮ পয়েন্ট কমে ১ হাজার ৭৫৬.৯২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৫.০৯ পয়েন্ট কমে ১ হাজার ১১১.৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩১৯টি কোম্পানির ১২ কোটি ৯২ লাখ ৮৭ হাজার ৮৬৭টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে লেনদেন হয়েছে ৫৮৯ কোটি ৪০ লাখ ৩৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪৭ কোটি ২৪ লাখ ৩৯ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৭০ কোটি ৬৯ লাখ ৭৮ টাকার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ারের দাম।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৩২.৮৮ পয়েন্ট কমে ৮ হাজার ৫২০.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৫৮১ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৬৬ লাখ ৯ হাজার টাকার।

লেনদেন হওয়া ২৫২টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১২৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।