ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

ঢাকা: ঈদের আগের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (সেপ্টেম্বর ০৮) দিনভর সূচকের ওঠামানার মধ্যে দিয়ে দেশের উভয় বাজারে লেনদেন হয়েছে। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে।

এদিন ঢাকার বাজারে সূচেক বেড়েছে ৬ পয়েন্ট, আর চট্টগ্রামের বাজারে কমেছে ১২ পয়েন্ট। ফলে টানা ৬ কার্যদিবস ঢাকা ও চট্টগ্রামের বাজারে সূচক বাড়লো। তার আগে টানা নয় কার্যদিবস উভয় বাজারে সূচক পতন হয়েছিলো।

সপ্তাহের শেষ কার্যদিবস উভয় বাজারে সূচক বাড়লেও কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। অপরদিকে ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে।
 
বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩২২টি কোম্পানির ১২ কোটি ৯৫লাখ ৯০ হাজার ৪৩৩টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৪৮০ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৯৮ কোটি ৬০ লাখ ৯ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৭৫ কোটি ৮৫ লাখ ৭২ হাজার টাকার।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬.৪১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬০১.০৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ০.১৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৫৯.৬৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ২.৩৩ পয়েন্ট কমে ১ হাজার ১০৮.৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১২.২৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬১২.৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ৭২ লাখ ৮১ হাজার ৬০১ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৬ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার ৮৩ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২২ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ১৭৫ টাকার।
 
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১১২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।
 
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।