ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন সাড়ে ৬শ’ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
ডিএসইতে লেনদেন সাড়ে ৬শ’ কোটি টাকা

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসের মতো দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ অক্টোবর) ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হয়েছে।  

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে প্রায় সাড়ে ৬শ’ কোটি টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩৭ কোটি টাকা।

এর ফলে সপ্তাহের প্রথম ও দ্বিতীয় কার্যদিবস টানা দু’দিন সূচক বেড়েছে। এর আগের টানা দুই কার্যদিবস বুধ ও বৃহস্পতিবার (১৯ ও ২০ অক্টোবর) পুঁজিবাজারে দরপতন হয়।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন ডিএসইতে সূচক বেড়েছে ১ পয়েন্ট, সিএসইতে বেড়েছে ২ পয়েন্ট। সূচক সামান্য বাড়লেও কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৬ কোটি ১৬ লাখ ৪০ হাজার ৫৮৪টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৬৪৪ কোটি ৮৮ লাখ ৬৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৬৭ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫০০ কোটি ৭৫ লাখ ৮২ হাজার টাকার।

তিনটি সূচকের মধ্যে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ০.৭০ পয়েন্ট বেড়ে চার হাজার ৬৯৩.৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএসই-৩০ মূল্যসূচক ৩.৩৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৭.৫৩ পয়েন্ট এবং ডিএসইএ শরীয়াহ্ সূচক ২.০৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৯.৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১.৮৪ পয়েন্ট বেড়ে আট হাজার ৭৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৯৮ লাখ ৪৪ হাজার ৭৪৫ টাকার। আগেরদিন লেনদেন হয়েছিলো ৩৮ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৮৫৭ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া ২৫৪টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৩৮টির, অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।