ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে সাড়ে ৬শ’ কোটি টাকা লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
ডিএসইতে সাড়ে ৬শ’ কোটি টাকা লেনদেন

দরপতনের একদিন পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ নভেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

ঢাকা: দরপতনের একদিন পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ নভেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

দিনভর সূচের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৬৪৫ কোটি টাকা।

সূচক ও লেনদেনের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

আগের কার্যদিবস বুধবার (০৯ নভেম্বর) উভয় বাজারে দরপতন হয়েছিলো। তার আগের টানা দুই কার্যদিবস ঊর্ধ্বমুখি প্রবণতায় লেনদেন হয়।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ১৩ কোটি ৪৫ লাখ ৯৩ হাজার ২৯১টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ৬৪৫ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার টাকা। এর আগের দিন বুধবার লেনদেন হয়েছিলো ৫৫৪ কোটি ৯৫ লাখ ৫৯ হাজার টাকার। তার আগের দিন মঙ্গলবার (০৮ নভেম্বর) লেনদেন হয়েছিলো ৬৪৩ কোটি টাকা।

এদিন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫.৮৭ পয়েন্ট বেড়ে চার হাজার ৬৭৭.১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএসই-৩০ মূল্যসূচক ১.৬৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৮.১৫ পয়েন্টে এবং ডিএসইএ শরীয়াহ সূচক ১.৬২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২২.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।  

ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১১.২৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৫২.৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।  

সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৪১ হাজার ৮৫১ টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ১১১টির, অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এমএমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।