ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দুই কার্যদিবস পর সূচকের উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
দুই কার্যদিবস পর সূচকের উত্থান

সপ্তাহের প্রথম দুই কার্যদিবস সূচক পতনের পর তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ নভেম্বর) দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে।

ঢাকা: সপ্তাহের প্রথম দুই কার্যদিবস সূচক পতনের পর তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ নভেম্বর) দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২০ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে ২৫ পয়েন্ট।

সূচকের পাশাপাশি উভয় বাজারে বেড়েছে লেনদেন, বেশিরভাগ শেয়ারের দাম ও বাজার মূলধন।

এর আগে রবি ও সোমবার (১৩ ও ১৪ নভেম্বর) টানা দুই কার্যদিবস সূচকের নিন্মমুখি প্রবণতায় লেনদেন হয়। তবে তার আগের দিন অর্থাৎ আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় লেনদেন হয়।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ১৯ কোটি ২০ লাখ ৬৩ হাজার ৫৪৫টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ৬৪৬ কোটি ৫৬ লাখ ৭৫ হাজার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৪৪ কোটি ১১ লাখ ৯৬ হাজার টাকার।

এদিন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৯.৮১ পয়েন্ট বেড়ে চার হাজার ৬৬৪.৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএসই-৩০ মূল্যসূচক ৫.৯২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫২.৯২ পয়েন্টে এবং ডিএসইএ শরীয়াহ সূচক ১.৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৮.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।  

ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৫.০৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭২৬.৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৩৪ লাখ ৩৬  হাজার ৫৭০ টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ৯৪টির, অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এমএমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।