ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

তিন দিন পর পুঁজিবাজারে মূল্য সংশোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
তিন দিন পর পুঁজিবাজারে মূল্য সংশোধন

ঢাকা: টানা তিন দিন পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ জুলাই) দেশের পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে।

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন শুরু হয়ে চলে সকাল ১০টা ৫৫ মিনিট পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন।

যা লেনদেনের শেষ সময় পর্যন্ত অব্যাহত ছিলো।
 
দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৯ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৮ পয়েন্ট। এর আগে সোম, মঙ্গল ও বুধবার টানা তিন কার্যদিবস সূচক বেড়েছিলো। তবে তার আগে অর্থাৎ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার উভয় বাজারে মূল্যসংশোধন হয়েছিলো।

এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম, তবে ডিএসইতে লেনদনে বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, উত্থান পতন এটা পুঁজিবাজারে স্বাভাবিক বিষয়। বৃহস্পতিবার ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারের দাম কমায় তার প্রভাব পড়েছে বাজারে।

তবে এসময় বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে ভালো কোম্পানিতে বিনিয়োগের আহ্বান জানান তারা।

বৃহস্পতিবার ডিএসইতে ২৩ কোটি ২২ লাখ ৪৭ হাজার ৩৬৮টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৭১২ কোটি ৯৬ লাখ ২৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৩৮ কোটি ৯৪ লাখ ৯ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৫৬ কোটি ১৫ লাখ ২৪ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৬৩১ কোটি ৩৯ লাখ টাকার।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৯ দশমিক ৩৫ পয়েন্ট কমে ৫ হাজার ৮১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস৩০ মূল্য সূচক ২ দশমিক ২৩ পয়েন্টে কমে ২ হাজার ১২৯ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৮ দশমিক ৪৯ পয়েন্ট কমে ১০ হাজার ৮৯৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫১ কোটি ৮২ লাখ ৮৬ হাজার ৬৩৪ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৮ কোটি ২ লাখ ৪০ হাজার ৪১৩ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩০ কোটি ৭১ লাখ ২০ হাজার ৩১৫ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছে ৩৮ কোটি ২০ লাখ ১৫ হাজার ৭৯৮ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১৩৮টি এবং ২৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।