ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

শেয়ারবাজার

মুন্নু জুট ও সিরামিকে চেয়ারম্যান-এমডি নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৭, সেপ্টেম্বর ১৪, ২০১৭
মুন্নু জুট ও সিরামিকে চেয়ারম্যান-এমডি নিয়োগ

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু গ্রুপের দুই কোম্পানি মুন্নু জুট স্টাফালার্স এবং মুন্নু সিরামিকে একজন করে চেয়ারম্যান ও এমডি নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

কোম্পনি দুটির মধ্যে পাট খাতের কোম্পানি মুন্নু জুট স্টাফলারের মিসেস আফরোজা খানকে চেয়ারম্যান এবং মিসেস হুরন নাহার রসিদকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সিরামিক খাতের মুন্নু সিরামিকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মিসেস হুরুন নাহার রসিদ এবং এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মিসেস আফরোজা খানকে।
 
বৃহস্পতিবার মুন্নু সিরামিকের শেয়ারে ক্লোজিং প্রাইস ছিলো ১০৭ দশমিক ৮০ টাকা এবং মুন্নু জুট স্টাফালারের শেয়ার বিক্রি হয়েছে ৮৫০ দশমিক ২০ টাকায়। ১৯৮২ সালে তালিকাভুক্ত মুন্নু জুট স্টাফালার কোম্পানিটি এখন ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। অপরদিকে ১৯৮৩ সালে তালিকাভুক্ত কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।