ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

ঢাকা: সূচকের বড় ধরনের উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার (১৭ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

সূচকের ওঠা-নামার মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়ে চলে দুপুর পৌনে ১২টা পর্যন্ত। তবে দিনের বাকি লেনদেন হয় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৬ পয়েন্ট। দেশের অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৫৭ পয়েন্ট।
 
সূচকের পাশাপাশি ডিএসইতে  বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও  বাজার মূলধনও বেড়েছে। এর ফলে উভয় বাজারে টানা তিন কার্যদিবস সূচক বাড়লো।

ডিএসই’র তথ্য মতে, রোববার ডিএসইতে ৩৯ কোটি ৫৬ লাখ ৪ হাজার ২১৬টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ২০৮ কোটি ৩ লাখ ৩৮ হাজার টাকায়। এর আগের কার্যদিবসে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) লেনদেন হয়েছিলো ১ হাজার ১২৪ কোটি ২১ লাখ ৬৪ হাজার টাকার। তার আগের কার্যদিবসে বুধবার (১৩ সেপ্টেম্বর) লেনদেন হয়েছিলো ১ হাজার ৪২৪ কোটি ৩৬ লাখ ৩৯ টাকার। তারও আগের দিন মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) লেনদেন হয়েছিলো ১ হাজার ২০৩ কোটি ৪৭ লাখ ১ হাজার টাকার।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৬ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১ দশমিক ৪৩ পয়েন্টে বেড়ে ২ হাজার ২২৬ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ্ সূচক ৬ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫৭ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭০৭ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে সিএসইতে লেনদেন হয়েছে ১৮৪ কোটি ১৭ লাখ ৮৮ হাজার ৩৯৮ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১৫৫ কোটি ৩২৩ লাখ ৭০ হাজার ৫৯১ টাকার। তার আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৭ কোটি ৮৬ লাখ ৭৬ হাজার ৪৮৪ টাকার। তারও আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৮কোটি ৭১ লাখ ৬৫ হাজার ৪৭১ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
এমএফআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।