ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

শেয়ারবাজার

এসিই ক্যাপিটাল ম্যানেজমেন্টকে ৫ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এসিই ক্যাপিটাল ম্যানেজমেন্টকে ৫ লাখ টাকা জরিমানা

ঢাকা: নিয়ম ভঙ্গ করায় এসিই ক্যাপিটাল ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রণক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কমিশনের ৬১২তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বলা হয়, ২৩ মার্চ ২০১০ সালে প্রতিষ্ঠানটি তাদের কনস্যুলেটেড কাস্টম‍ার অ্যাকাউন্টে ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুলস ৮এ(১) ও রুলস ৮এ(২) ভঙ্গ করেছে।

কর্মচারীদের ঋণ প্রদানের মাধ্যমে বিএসইসি ডিরেক্টিভ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩-/৩১, লঙ্ঘন করেছে।

এছাড়াও গ্রাহকের কাছ থেকে ৫ লাখ টাকার বেশি নগদ টাকা নিয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এর রুলস ৮১(১)(সিসি)(আই) ভঙ্গ করেছে। তাই ডিএসইর সদস্য প্রতিষ্ঠানটিকে কমিশন ৫ লাখ টাক‍া জরিমানা করেছে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।