ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ব্যাংক ও বিমা খাতের দাপটে পুঁজিবাজারে উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
ব্যাংক ও বিমা খাতের দাপটে পুঁজিবাজারে উত্থান

ঢাকা: ব্যাংক ও বিমা খাতের শেয়ারের দাপটে বৃহস্পতিবার (০৫অক্টোবর) পুঁজিবাজারে সূচকের সূচকের উত্থান হয়েছে। দিনভর সূচকের উত্থান শেষে সপ্তাহের চতুর্থ ও শেষ কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪২ পয়েন্ট।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে ৮১ পয়েন্ট। সূচকের পাশাপাশি এইদিন বেড়েছে লেনদেনও।

এর ফলে সাত কার্যদিবস পতনের পর টানাতিন কার্যদিবস উভয় বাজারে সূচক বাড়লো।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ব্র্যাক ব্যাংক বাদে বাজারে তালিকাভুক্ত ২৬টি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। আর অপরিবর্তিত রয়েছে ৩টি ব্যাংকের শেয়ারের দাম। ঠিক একইভাবে বেড়েছে বিমা খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। ফলে দিন শেষে সংখ্যার হিসাবে বেশির ভাগ কোম্পানি শেয়ারের দাম কমলেও বেড়েছে সূচক লেনদেন ও বাজার মূলধন।

ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ৩৪ কোটি ৮৫ লাখ ২৫ হাজার ৮৯৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ৫৮ কোটি ৮৪ লাখ ৬৩ হাজার টাকা। এর আগের দিন লেনদনে হয়েছিলো ৮৮৪ কোটি ৪৫ লাখ ৫৬ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৮০১ কোটি ২৩ লাখ ৯৯ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪২ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২০২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ১০ দশমিক ৯৭ পয়েন্টে বেড়ে ২ হাজার ২০১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৫ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৮১ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৬৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬১ কোটি ৫৪ লাখ ২১ হাজার ২৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৬ কোটি ৯৫ লাখ ৩১ হাজার ৫৯৯ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।