ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

মেট্রো স্পিনিংয়ের ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
মেট্রো স্পিনিংয়ের ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ঢাকা: শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেট্রো স্পিনিং লিমিটেড।

বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পরিষদ গত ৩০ জুন (২০১৭) সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করে।

মঙ্গলবার (১০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে ২০১৫ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ লভ্যাংশ দিয়েছিলো।

কোম্পানির ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় কোম্পানির ফ্যাক্টরির কাছে গৌরিপুর আশুলিয়ায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) লোকসান হয়েছে ০ দশমিক ৬৪ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ দশমিক ৮৮ টাকা।
 
‘জেড’ ক্যটাগরিতে থাকা কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ২৪ দশমিক ৫২ শতাংশ শেয়ার। সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৬১ দশমিক ৫৫ শতাংশ শেয়ার। এ ছাড়াও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৩ দশমিক ৯৩ শতাংশ শেয়ার রয়েছে।
কোম্পানিটির দীর্ঘ ও স্বল্প মেয়াদি ঋণ রয়েছে ৮৯ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
এমএফআই/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।