ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

একদিন পর পুঁজিবাজারে ফের সূচকের পতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
একদিন পর পুঁজিবাজারে ফের সূচকের পতন

ঢাকা: একদিন পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ অক্টোবর) পুঁজিবাজারে আবারো সূচকের পতন হয়েছে। সূচকের পাশাপাশি  এদিন কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। তবে ডিএসইতে বেড়েছে লেনদেন। এর আগের দিন মঙ্গলবার উভয় বাজারে সূচক বেড়েছিলো। তবে তার আগের দিন সূচক কমেছিলো।

বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও দুপুর পৌনে ১২টার পর শেয়ার বিক্রির চাপে পতন শুরু হয় সূচকের। যা অব্যাহত ছিলো দিনের লেনদেনের শেষ পর্যন্ত।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৯০ পয়েন্ট।

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির ভাগ খাতের শেয়ারের দাম কমায় বাজারে দরপতন হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন,পুঁজিবাজারে ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগের খবরে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আতংক ছড়িয়ে পড়েছে। ফলে ব্যাংকের শেয়ারের সেল প্রেসারের ফলে দরপতন হয়েছে।

ডিএসইর তথ্য মতে,এদিন ডিএসইতে ৩১ কোটি ৮৮ লাখ ৫১ হাজার ৯৫৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ৯২ কোটি ৪ লাখ ৮৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৬৫ কোটি ১০ লাখ ১৮ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৩ দশমিক ২৪ পয়েন্ট কমে ৬ হাজার ১০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ১ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৮ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৭ দশমিক ২৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৪০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৯০ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১১হাজার ৪৫২ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৩৪ লাখ ১৮ হাজার ৯৮১ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৯ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার ৫২০ টাকার।  

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ১৭৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।