ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

শেয়ার কিনবেন ঢাকা ব্যাংকের পরিচালক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
শেয়ার কিনবেন ঢাকা ব্যাংকের পরিচালক

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংকের এক পরিচালক দুই লাখ শেয়ার কেনার ইচ্ছা পোষণ করেছেন।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে পরিচালক রোকসানা জামান বাজার মূল্যে এ শেয়ার কিনবেন বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

রোববার (১৫ অক্টোবর) কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ২২.২০ টাকায় লেনদেন হয়।

 

২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংকের পরিচালকদের হাতে রয়েছে ৩৯.৫২ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৪.১৪ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৬.২০ শতাংশ শেয়ার।

২০১৬ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ লভ্যাংশ দেয়, যার মধ্যে ৫ শতাংশ বোনাস শেয়ার, ১০ শতাংশ নগদ লভ্যাংশ।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।