ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দুই উদ্যোক্তার ৭০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
দুই উদ্যোক্তার ৭০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির দুই উদ্যোক্তা নিজ নিজ প্রতিষ্ঠানের ৭০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।

তারা হলেন, ব্যাংক খাতের কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা এএফএম মাহফুজ-উল-হাসান এবং বিমা খাতের কোম্পানি প্রভাতী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা রুহুল আমীন। তারা দুজনই আগের ঘোষাণা অনুসারে শেয়ার বিক্রি করলেন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই তথ্য প্রকাশ করা হয়েছে। এএফএম মাহফুজ-উল-হাসান তার হাতে থাকা ৫০ হাজার শেয়ার এবং রুহুল আমীন ২০ হাজার শেয়ার বিক্রি করেন।

এর আগে গত ৫ অক্টোবর বিমা খাতের প্রভাতী ইন্স্যুরেন্সের উদ্যোক্তা রুহুল আমীন তার হাতে থাকা ৭০ হাজার ৮১৭টি শেয়ারের মধ্যে ২০ হাজার শেয়ার মূল মার্কেটে বিক্রির ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এমএফআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।