ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

টানা চার কার্যদিবস সূচক পতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
টানা চার কার্যদিবস সূচক পতন

ঢাকা: সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (১১ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এর ফলে গত সপ্তাহের শেষ দুই কার্যদিবসের পর চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসও সূচক পতন হলো।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৮ পয়েন্ট।

সূচকের পাশাপাশি দুই বাজারে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।  

ডিএসই’র তথ্য মতে, সোমবার বাজারে ১২ কোটি ৫৬ লাখ ৬২ হাজার ৫০১টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪৯১ কোটি ২৪ লাখ ৫৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৩২ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫১৭ কোটি ১২ লাখ ২৯ হাজার টাকা।  

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭ দশমিক ৭৭ পয়েন্ট কমে ৬ হাজার ১৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৩ দশমিক ৯৪ পয়েন্ট কমে ২ হাজার ২৪৬ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৩ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ১৭০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৮ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১১ হাজার ৫৯৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন এ বাজারে লেনদেন হয়েছে ২২ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৯১০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ২১ কোটি ৩৩ লাখ ৪৬ হাজার ৫৭৪ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৩ কোটি ৭ লাখ ৩৫ হাজার ৯১৩ টাকা।  
 
সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১২১টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।