ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইএক্সে ১৯, ডিএসই-৩০ সূচকে যোগ হলো তিন কোম্পানি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
ডিএসইএক্সে ১৯, ডিএসই-৩০ সূচকে যোগ হলো তিন কোম্পানি

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সূচকে নতুন করে আরও ১৯টি কোম্পানি অন্তর্ভুক্ত করা হয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ, আমরা নেটওয়ার্কস, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, কে অ্যান্ড কিউ, আজিজ পাইপস, নিটল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সমতা লেদার কমপ্লেক্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, জিল বাংলা সুগার, ইমাম বাটন, মেঘনা কনডেন্স মিল্ক, শ্যামপুর সুগার, মুন্নু জুট স্টাফলার্স এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ।

বোরবার (জানুয়ারি ১৪) ডিএসই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



এতে বলা হয়, কোম্পানিগুলো আগামী ২১ জানুয়ারি থেকে ডিএসইএক্স সূচকে অন্তর্ভুক্ত করা হবে।

একই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচকে তিনটি কোম্পানি অন্তর্ভুক্তি হয়েছে। কোম্পানি হলো- ইস্টার্ন ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম এবং সিনো বাংলা।

ভাল পারফরমেন্স না করতে পারায় এ সূচকে থাকা- বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, পূবালী ব্যাংক এবং যমুনা অয়েল লিমিটেডকে বাদ দেওয়া হয়েছে। এ তিন কোম্পানির নতুন সূচকে অন্তর্ভুক্ত হয়ে কার্যক্রম শুরু হবে  ২১ জানুয়ারি থেকে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।