ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

একদিন পর ফের দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
একদিন পর ফের দরপতন

ঢাকা:  সূচক বৃদ্ধির একদিন পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশের উভয় পুঁজিবাজারে ফের দরপতন হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৪৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৫১ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।  
 
ডিএসইর তথ্যমতে, এদিন বাজারে ৯ কোটি ৬৭ লাখ ০৯ হাজার ৮৯৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে।

এতে লেনদেন দাঁড়িয়েছে ৩৯৯ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪১৩ কোটি ১৬ লাখ ৭ হাজার টাকা।
 
ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৮ দশমিক ৬৪ পয়েন্ট কমে ৬ হাজার ১২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক দশমিক ২৬ পয়েন্ট কমে ২ হাজার ২৬৭ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক দশমিক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৪১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫১ পয়েন্ট কমে ১১ হাজার ৪৪৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ১৪ লাখ ৫ হাজার টাকা।

এ বাজারে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১২৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।