ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

জিপির ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
 জিপির ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ তাদের শেয়ারহোল্ডারদের জন্য নগদ ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৭ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (জানুয়ারি ৩০) ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

টেলিযোগাযোগ খাতের এ কোম্পানিটি আগে একই বছরের ১০৫ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছিলো প্রতিষ্ঠানটি।

ফলে ২০১৭ সালের ব্যবসায় মোট ২০৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
 
প্রতিবেদন অনুসানে কোম্পানিটির ২০১৭ সালে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২০ দশমিক ৩১ টাকা। আর এর বিপরীতে মোট ২০৫ শতাংশ হারে শেয়ারপ্রতি ২০ দশমিক ৫০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। যাতে বাকি দশমিক ১৯ টাকা সংরক্ষিত আয় থেকে দেওয়া হবে।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৯ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামি ১৯ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

 বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
 এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।