ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে কমেছে সূচক, বেড়েছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
পুঁজিবাজারে কমেছে সূচক, বেড়েছে লেনদেন

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সূচকের নিম্নমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিনও সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে বেড়েছে লেনদেন।

এর ফলে টানা চার কার্যদিবস দেশের উভয় বাজারে দরপতন হয়েছে। তবে তার আগের দুই কার্যদিবস সূচক উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

সোমবারের মতো মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়ে চলে সকাল ১১টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন,যা দিনের বাকি সময় পর্যন্ত অব্যাহত ছিলো।  

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৬৫ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, এদিন বাজারে ৯ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ৮৯৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৩৯১ কোটি ৪৩ লাখ ৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৭৭ কোটি ১৬ লাখ ৬৫ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪০ কোটি ২৩ লাখ ৭৩ হাজার টাকার। তারও আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৫১২ কোটি ১৭ লাখ ৪৩ হাজার টাকা।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩১ দশমিক ২১ পয়েন্ট কমে ৫ হাজার ৯০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৫ দশমিক ৬৬ পয়েন্ট কমে ২ হাজার ১৭৩ পয়েন্টে এবং শরীয়াহ সূচক ৪ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬৫ দশমিক ১৭ পয়েন্ট কমে ১১ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫১কোটি ১৩ লাখ ৩৪ হাজার টাকা লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছে ২৪ কোটি ৯৩ লাখ ৫২ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩০ কোটি ৫ লাখ ৫৯ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ২৭ কোটি৭৩ লাখ ৩৪ হাজার টাকার।

এ বাজারে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।