ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বাজারের সার্বিক অবস্থা জানাতে ডিএসইর সংবাদ সম্মেলন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
বাজারের সার্বিক অবস্থা জানাতে ডিএসইর সংবাদ সম্মেলন

ঢাকা: পুঁজিবাজারের সার্বিক অবস্থা ও কৌশলগত বিনিয়োগকারীর সর্বশেষ অবস্থান তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেএএম মাজেদুর রহমান সাংবাদিকদের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরবেন।

সর্বশেষ সাত কার্যদিবস ধরে দেশের উভয় বাজারে টানা দরপতন হয়েছে।

এর মধ্যে ছয়দিনে ডিএসইর বিনিয়োগকারীদের ক্ষতি হয়েছে ১৪ হাজার ৯৪৬ কোটি ৮৩ লাখ ৫৭ হাজার কোটি টাকা। বাজার পতনের কারণ ও করণীয় বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ডিএসই।

সংবাদ সম্মেলনে ঢাকা স্টক এক্সচেঞ্জের কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনা কনসোর্টিয়ামকে দেওয়ার প্রস্তাব সম্পর্কেও জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।