বৃহস্পতিবার (০৮ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সিদ্ধান্ত নিয়েছে।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান।
সূত্র জানায়, ডিএসই ৭ মার্চ (বুধবার) তিন মাস সময় চেয়ে আবেদন করে। তার পরিপ্রেক্ষিতে কমিশন নতুন করে সময় বাড়িয়েছে। এর আগের দিন কমিশন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এক বছর সময় বাড়িয়ে দিয়েছে। সিএসইকে বলেছে, আগামী বছরের (২০১৯ সালের) ৮ মার্চের মধ্যে কৌশলগত বিনিয়োগকারী চূড়ান্ত করতে হবে।
কৌশলগত বিনিয়োগকারী চূড়ান্ত করতে চলতি বছরের ৮ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলো বিএসইসি। সেই সময় শেষ হওয়ার একদিন আগেই নতুন করে আরও এক বছর সময় বাড়ালো কমিশন। এর ফলে ডিএসই ও সিএসইকে চার দফা সময় বাড়িয়ে দিলো কমিশন।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এমএফআই/এসএইচ