ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ফের দরপতনের ধারায় পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
ফের দরপতনের ধারায় পুঁজিবাজার

ঢাকা: একদিন উত্থানের পর ফের দরপতনের ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। সূচকের নিন্মমুখী প্রবণতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেন হয়েছে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে উভয় বাজারে টানা তিন কার্যদিবস দরপতন হলো।

দিনভর সূচক পতন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ৯ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, এদিন বাজারে ১২ কোটি ৫৫ লাখ ৬২ হাজার ৪৪৫টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৯৫ কোটি ৩৫ লাখ ১৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৮৫ কোটি ৬৫ লাখ ৮১ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৯২ কোটি ৪১ লাখ ১৯ হাজার টাকা।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৮ দশমিক ৭৭ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৫ দশমিক ১৪ পয়েন্ট কমে ২ হাজার ২১৬ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ৮ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৮ দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৬৭ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ২ লাখ টাকা।  

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১১৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।