ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

মঙ্গল ও বুধবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
মঙ্গল ও বুধবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ

ঢাকা: মহান মে দিবস ও শবে-বরাত উপলক্ষে আগামী মঙ্গল (০১ মে) ও বুধবার (০২ মে) দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রোববার (২৯ এপ্রিল) পুঁজিবাজারের কার্যক্রম বন্ধ ছিলো। এর ফলে চলতি সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।

এ বিষয়ে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেএএম মাজেদুর রহমান বাংলানিউজকে বলেন, মহন মে দিবস উপলক্ষে মঙ্গল এবং শবে-বরাত উপলক্ষে বুধবার ডিএসই’র সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে তার পরের দিন বৃহস্পতিবার (০৩ মে) যথাসময়ে লেনদেন ও দাফতরিক কার্যক্রম শুরু হবে।

এদিকে পুঁজিবাজারের পাশাপাশি সব ব্যাংক ও সব ধরনের বিমা প্রতিষ্ঠানের কার্যক্রমও বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।