ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

টানা ১১ দিন পুঁজিবাজারে দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, মে ১৬, ২০১৮
টানা ১১ দিন পুঁজিবাজারে দরপতন

ঢাকা: পুঁজিবাজারে দরপতন থামছে না। আগের দশ দিনের মতই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজারে দরপতন হয়েছে। দিনভর সূচক পতন শেষে এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে টানা এগার কার্যদিবস পুঁজিবাজারে দরপতন হলো। আর কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনা দুই পুঁজিবাজারের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চুক্তি স্বাক্ষরের পর টানা দুই কার্যদিবস দরপতন হলো।

 

এদিনও ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠান খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে বড় দরপতন হয়েছে।

বুধবার (১৬ মে) ৯ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৯৯১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৩৯৪ কোটি ৮৬ লাখ ৩৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৫৫ কোটি ২৯ লাখ ৩২ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৩০ কোটি ৮ লাখ ১৮৩ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৩৭৮ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৭ দশমিক ১৩ পয়েন্ট কমে পাঁচ হাজার ৫১১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৬ দশমিক ৫৭ পয়েন্ট কমে দুই হাজার ৫৫ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ৯ দশমিক ৬৬ পয়েন্ট কমে এক হাজার ২৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৬৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ২৮৭ পয়েন্টে।

সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৫ লাখ ৫৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৯ কোটি ৮০ লাখ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১৭ কোটি ৯৯ লাখ টাকার।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ১৫৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মে ১৬, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।