ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবিএল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, জুন ৬, ২০১৮
২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবিএল

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) শেয়ারহোল্ডারদের জন্য নগদ ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (০৬ জুন) রাজধানীর পুলিশ কনভেনশন হলে প্রতিষ্ঠানটির ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ৩১ ডিসেম্বর, ২০১৭ অর্থবছরে তাদের শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম গাজিউল হকের সভাপতিত্বে এজিএমে ইবিএলের পরিচালক মীর নাসির হোসেন, এএম শওকত আলী, মো. শওকত আলী চৌধুরী, আনিস আহমেদ, মিয়া মোহাম্মদ আব্দুর রহিম, মুফাখ্খারুল ইসলাম খসরু, গাজী মো. সাখাওয়াত হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জুন ৬, ২০১৮
এমএফআই/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।