ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, জুন ২১, ২০১৮
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

ঢাকা: ঈদুল ফিতর পরবর্তী সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ জুন) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের পুঁজিবাজারে লেনদেন। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

এদিন সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয় সূচকের তেজিভাবের মধ্য দিয়ে। যা অব্যাহত থাকে বেলা সোয় ১১টা পর্যন্ত।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৭ পয়েন্টে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৮ দশমিক ৩১পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৩ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ১৫ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ৩ কোটি ৬লাখ ৭২ হাজার ৩১৬টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। লেনদেন হয়েছে ১৮৬ কোটি ৫০ লাখ টাকা।  
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৫টির, কমেছে ৩৬টির ও অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৩০ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯০৭ পয়েন্টে। এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৪২ লাখ টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ৩২টির ও অপরিবর্তিত রয়েছে ২৩টির।

এদিন দেশের ‍উভয় বাজারে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান এবং প্রকৌশলখাতসহ বেশিরভাগ খাতের শেয়ারের দাম বেড়েছে।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জুন ২১, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।