ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

শেয়ারবাজার

শেয়ার কারসাজি: মার্কের শীর্ষ তিন কর্মকর্তার ৫ বছর দণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৩, জুন ২৪, ২০১৮
শেয়ার কারসাজি: মার্কের শীর্ষ তিন কর্মকর্তার ৫ বছর দণ্ড

ঢাকা: শেয়ার কারসাজির দায়ে মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইমাম মুলকুতুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল হাই এবং পরিচালক সালমা আক্তারকে ৫ বছর করে কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে ওই কোম্পানিকেও ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার (২৪ জুন) রাজধানীর পুরানা পল্টনে পুঁজিবাজার বিষয়ক স্পেশাল ট্রাইবুনালের বিচারক আকবর আলী শেখ এ রায় ঘোষণা করেন।  

এ মামলার আসামিমের মধ্যে মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইমাম মুলকুতুর রহমান মারা গেছেন।

আর কোম্পানির ভাইস-চেয়ারম্যান আব্দুল হাই ও পরিচালক সালমা আক্তার শুরু থেকেই পলাতক রয়েছেন।  

২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।  

আদালতে মামলার বাদী বিএসইসির আইনজীবী অ্যাডভোকেট মাসুদ রানা বাংলানিউজকে বলেন, মামলায় সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে রোববার এ আদেশ দেওয়া হয়েছে। আদালত আসামিদের প্রত্যেককে পাঁচবছর করে দণ্ড ও ৫০ লাখ টাকা করে জরিমানা করেছেন। তবে মুলকুতুর রহমান ও সালমা আক্তারকে জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাস জেল খাটতে হবে।  

এছাড়া শেয়ার কারসাজির ঘটনায় মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডকেও ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।  

১৯৯৯ সালে শেয়ার নিয়ে কারসাজির দায়ে ২০০০ সালে মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানিসহ চারজনকে আসামি করে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে মামলাটি করা হয়।  

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষে সংস্থাটির তৎকালীন উপপরিচালক আহমেদ হোসেন এ মামলা করেন।  

পরে ২০১৬ সালের ৬ নভেম্বর সিএমএম আদালত থেকে এই ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয় মামলাটি।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এমএফআই/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।