ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বড় উত্থানে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
বড় উত্থানে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

ঢাকা: বড় ধরনের সূচক উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৪ জুন) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। এর ফলে টানা চার কার্যদিবস সূচকের উত্থান হয়েছে।

সূচকের তেজিভাবের মধ্য দিয়ে ডিএসইতে দিনের লেনদেন শুরু হয়ে চলে বেলা সোয়া ১১টা পর্যন্ত। এ সময় সূচক বাড়ে ৫৬ পয়েন্ট।

এরপর শেয়ার কেনা-বেচার চাপে কিছুটা সময় সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়। তবে দুপুর ১২টার পর থেকে আবারও তেজিভাবে ফেরে সূচক।  

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৮০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১১৫ পয়েন্ট।

ডিএসইর তথ্যমতে, এদিন ১৬ কোটি ৮৪ লাখ ২১ হাজার ৫১১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭১১ কোটি ৫৪ লাখ ৬৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮৫৮ কোটি ৭৪ লাখ ৫১ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৭৬ কোটি ৯৭ লাখ ২৫ হাজার টাকা।  
ডিএসইর তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১৫ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫২১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২৮ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ১৫ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে এক হাজার ২৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।  

ডিএসই-তে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৩টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

অপর বাজার সিএসইর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৭২ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৩৪ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪০ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকা।  

এ বাজারে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।