ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বন্ড ছেড়ে ৮শ’ কোটি টাকা তুলবে ইউসিবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
বন্ড ছেড়ে ৮শ’ কোটি টাকা তুলবে ইউসিবি

ঢাকা: পুঁজিবাজারে বন্ড ছেড়ে ৮শ’ কোটি টাকা মূলধন উত্তোলন করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। বুধবার (২৯ আগস্ট) ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

এতে বলা হয়, নন-কনভার্টিবল বন্ডের মাধ্যমে বাজার থেকে ৮শ’ কোটি টাকা উত্তোলন করা হবে।

যার মেয়াদ হবে সাত বছর। অর্থাৎ এ বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। এটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তও হবে না। মেয়াদ শেষে বন্ডটির পূর্ণ অবসায়ন ঘটবে।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি সাপেক্ষে বন্ড ইস্যুর এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এমএফআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।