ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
বেলা ১২টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ৪৫ পয়েন্ট।
এ সময় পর্যন্ত ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ০ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩০৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে ২০৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
অন্যদিকে, দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৩৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫৮৮ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৮৩ পয়েন্ট কমে ১৫ হাজার ৩১৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪৪৭ পয়েন্টে অবস্থান করে।
এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
এসএমএকে/জেডএস