ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

শেয়ারবাজার

পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়লো 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৮, এপ্রিল ১১, ২০২১
পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়লো 

ঢাকা: ব্যাংকের সঙ্গে সমন্বয় করে আগামী দু’দিন পুঁজিবাজারে দুই ঘণ্টার পরিবর্তে ৩০ মিনিট বাড়িয়ে আড়াই ঘণ্টা লেনদেন করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (১১ এপ্রিল) বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, ১২ ও ১৩ এপ্রিল দু’দিন ব্যাংকের লেনদেনের সময়সীমা আধা ঘণ্টা বাড়িয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের সঙ্গে সমন্বয় করে দেশের শেয়ারবাজারে লেনদেনের সময়সীমাও আধা ঘণ্টা বাড়ানো হয়েছে।

আগামী দু’দিন দেশের দুই স্টক এক্সচেঞ্জে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন চলবে। ওই দু’দিন আধা ঘণ্টা লেনদেন বাড়ালেও যথারীতি প্রি-ওপেনিং বন্ধ থাকছে এবং ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

এর আগে গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সরকার ঘোষিত সার্বিক কার্যাবলী ও চলাচল সীমিত থাকাকালীন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।