ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

এসএমই প্ল্যাটফর্মে নিয়ালকোর লেনদেন শুরু বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জুন ৮, ২০২১
এসএমই প্ল্যাটফর্মে নিয়ালকোর লেনদেন শুরু বৃহস্পতিবার

ঢাকা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম অনুমোদন পাওয়া এসএমই কোম্পানি নিয়ালকো অ্যালয়স লিমিটেডের লেনদেন শুরু আগামী বৃহস্পতিবার (১০ জুন)। মঙ্গলবার (৮ জুন) সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম সিএস ‘র এসএমই প্ল্যাটফর্মে ইতিহাস গড়তে যাওয়া কোম্পানিটির লেনদেন হবে ‘এন’ ক্যাটাগরিতে। কোম্পানি আইডি হবে ‘১৬৬০১’।

এসএমই প্ল্যাফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী তিন বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। নিয়ম অনুযায়ী, শুধু যোগ্য বিনিয়োগকারী বা প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এসব কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে পারবেন। পাশাপাশি শেয়ারবাজারে যেসব দেশি বা বিদেশি ব্যক্তির বাজারমূল্যে অন্তত কোটি টাকার বা তার চেয়ে বেশি বিনিয়োগ আছে তাদের যোগ্য বিনিয়োগকারী হিসেবে বিবেচনা করা হবে। তারাই নিয়ালকো অ্যালয়সের মতো এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত শেয়ারে বিনিয়োগ করতে পারবেন।

এর আগে ৭৭০তম কমিশন সভায় নিয়ালকো অ্যালয়সকে অর্থ উত্তোলনের জন্য অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।  

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জুন ০৮, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।