ঢাকা: বিনিয়োগকারীদের অভিযোগের ভিত্তিতে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাত ব্রোকারেজ হাউজের কার্যক্রম তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (১২ জুলাই) বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসই, সিএসই এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) যৌথভাবে এই তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।
ওই কমিটিকে ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
যেসব ব্রোকারেজ হাউজের কার্যক্রম তদন্ত করা হবে সেগুলো- ডিএসইর সদস্য ব্রোকারেজ হাউজ মিডওয়ে সিকিউরিটিজ, রয়েল ক্যাপিটাল, এএনএফ ম্যানেজমেন্ট কোম্পানি, সিনহা সিকিউরিটিজ, গ্লোব সিকিউরিটিজ লিমিটেড এবং সিএসইর সদস্য ব্রোকারেজ হাউজ ভ্যানগার্ড শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ এবং কবির সিকিউরিটিজ লিমিটেড।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
এসএমএকে/এএটি