ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

এ ক্যাটাগরিতে লেনদেন হবে ফেডারেল ইনসুরেন্সের শেয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
এ ক্যাটাগরিতে লেনদেন হবে ফেডারেল ইনসুরেন্সের শেয়ার

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফেডারেল ইনসুরেন্স লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটির শেয়ার এ ক্যাটাগরিতে লেনদেন হবে।

সোমবার (৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, কোম্পানিটি ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে। ৬ সেপ্টেম্বর থেকে কোম্পানিটির কার্যক্রম ‘এ’ ক্যাটাগরিতে কার্যকর হবে।

সমাপ্ত অর্থবছরে ফেডারেল ইনসুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ায় কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে বলেও ডিএসই'র পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১

এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।