ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

মানসিক স্বাস্থ্য সচেতনতায় বসুন্ধরা শুভসংঘের শাবিপ্রবি শাখার উদ্যোগ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, জুলাই ২, ২০২৫
মানসিক স্বাস্থ্য সচেতনতায় বসুন্ধরা শুভসংঘের শাবিপ্রবি শাখার উদ্যোগ 

সিলেট: বসুন্ধরা শুভসংঘ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১ জুলাই) পড়ন্ত বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান ভবনে এ সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ শাবিপ্রবি শাখার সভাপতি মো. মোফাজ্জল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদাওসী সোনালীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ, শাহপরাণ হলের প্রভোস্ট ও এফইটি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, আইপিই বিভাগের অধ্যাপক সৈয়দ মিছবাহ উদ্দিন, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম এবং শাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সহসভাপতি শিপ্রা রানী নাথ ও মো. হোসাইন ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা রোকসানা আক্তার ও সৈয়দা ইলমুন্নাহার তাকিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ হোসেন সাগর, অর্থ সম্পাদক নাহিদুল ইসলাম, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম ইমন, প্রচার সম্পাদক আরাফাত আহমেদ আকাশ, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক লাবন্য রায়, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পূজা রায়, ক্রীড়া সম্পাদক মো. গোলাম সারোয়ার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাফির মিয়া তাসনিম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সৃষ্টি দাস, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক উম্মে জারিন তাসনিম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাম্য দাস, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সাবেরা মাহমুদা তাসফিয়া ও সমাজকল্যাণ সম্পাদক মো. শরীফ উদ্দিন, কার্যকরী সদস্য সিফাতুল কাফিয়া, রিদওয়ানুল হক, ঋতু সাহা, মঞ্জুরুল ইসলাম, আল আমিন আহমেদ বাপ্পি, অংকিতা সাহা, ইমন মজুমদার, দেবেন্দ্রনাথ এবং আবু নোমান আলভি।

অনুষ্ঠান শুরু হয় বিগত সময়ের ভালো কাজের ওপর একটি অনুপ্রেরণাদায়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে। প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন শাবিপ্রবি বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. মোফাজ্জল হক। এতে বসুন্ধরা শুভসংঘের পরিচালিত বিভিন্ন স্কুল, মানবিক উদ্যোগ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছাশ্রমে পরিচালিত কার্যক্রমের চিত্র ফুটে ওঠে। এ অংশটি নতুন সব সদস্যের মাঝে অনুপ্রেরণার বার্তা ছড়িয়ে দেয়।  

সভায় সংক্ষিপ্ত বক্তব্যে উপদেষ্টারা বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করছি যে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বসুন্ধরা শুভসংঘ’ সারা দেশব্যাপী অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। দরিদ্র ও অসহায় নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় অনন্য ভূমিকা রাখছে। তাদের এ মহতী উদ্যোগ শিক্ষার প্রসার, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সামাজিক দায়বদ্ধতার সুন্দর উদাহরণ।  

মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম বলেন, মানসিক স্বাস্থ্য আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। শারীরিক সুস্থতার মতোই মানসিক সুস্থতাও আমাদের সুখী, সৃজনশীল ও সাফল্যমণ্ডিত জীবনযাপনের জন্য অপরিহার্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে মানসিক সমস্যাকে এখনো অনেকাংশে উপেক্ষা করা হয়। অনেকে লজ্জা বা ভয়ের কারণে নিজেদের সমস্যার কথা প্রকাশ করতে দ্বিধাবোধ করেন। মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে শিক্ষার্থীদের মাঝে হতাশা, উদ্বেগ, দুশ্চিন্তা ও আত্মবিশ্বাস হারানোর মতো সমস্যা দেখা দিতে পারে। এগুলো দীর্ঘমেয়াদে মানুষের কর্মক্ষমতা, সম্পর্ক এবং জীবনযাত্রাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। অথচ সঠিক সময়ে সহযোগিতা, পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিলে অধিকাংশ মানসিক সমস্যা সম্পূর্ণ নিরাময়যোগ্য।

তিনি আরও বলেন, মানসিক স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার জন্য আমাদের সবার দায়িত্ব আছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রে সব জায়গাতেই এ নিয়ে খোলামেলা আলোচনা হওয়া দরকার। কাউকে মানসিক সমস্যায় ভুগতে দেখলে তাকে সমর্থন করতে হবে এবং সহানুভূতি দেখাতে হবে। সহমর্মিতা ও যত্নই তাকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সবচেয়ে বেশি সাহায্য করবে।
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ