সিঙ্গাপুর থেকে : সিংগাপুরে শ্রমজীবী প্রবাসীদের প্রাত্যহিক জীবনের ডায়েরি ‘সিংগাপুর : স্বপ্নের দেশে দুঃস্বপ্নের সাতকাহান’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় সিঙ্গাপুর পার্লামেন্ট চেম্বার হলে এ ডায়েরির মোড়ক উন্মোচন করা হয়।
বাংলা ও ইংরেজিতে সম্পাদিত বইটির যৌথ সম্পাদনায় ছিলেন স্যালি ইয়ে, এ কে এম মোহসীন ও দেবী ফর ডাইস।
সিঙ্গাপুরে বসবাসরত একশ বাংলাদেশি শ্রমজীবীর প্রাত্যহিক ঘটনাপ্রবাহের সাক্ষাতকারের উপর দিনপঞ্জিকার আদলে বইটি মানবাধিকার সংস্থা টি ডব্লিউ সি টু, ও দিবাশ্রম বাংলার কণ্ঠের সম্মিলিত প্রচেষ্টায় প্রকাশিত হয়েছে।
বইটি পড়ে সাধারণ সমাজের মানুষ প্রবাসী শ্রমিকদের জীবনপ্রবাহ সম্পর্কে অবগত হতে পারবেন বলে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে বিভিন্ন এন জি ও, পেশাজীবী, বিভিন্ন সংঠনের সদস্য, বাংলাদেশ সোসাইটি, ব্যবসায়ী, সাংবাদিক ও শ্রমজীবী প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় : ২২০২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৪