ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইওমিউরি জায়ান্টস ও সামুরাই জাপানে মাতল বাংলাদেশ

সিনিয়ার করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
ইওমিউরি জায়ান্টস ও সামুরাই জাপানে মাতল বাংলাদেশ

আসন্ন ওয়েস্ট এশিয়া কাপে অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় বেসবল দলকে আরো শক্তিশালী করার লক্ষ্যে জাপানের শীর্ষ পেশাদার বেসবল ক্লাব ইওমিউরি জায়ান্টস এর তিনজন কোচ ঢাকায় এসেছে। কোচ ইউশি আইদা, হিদেতোশি সুবুরায়া ও সাতোশি মোরিতা বাংলাদেশ বেসবল দলকে প্রশিক্ষণ দিচ্ছেন।

 

তারই অংশ হিসেবে শনিবার ঢাকার পল্টন ময়দানে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সামুরাই জাপান দলের বিপক্ষে প্রীতি বেসবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত জায়ান্টস এর কোচরা এদিন বাংলাদেশ বেসবল দলকে বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান করেন এবং সামুরাই জাপান দলের বিপক্ষে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।  

এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার পল্টন ময়দান মেতে উঠে জাপানিজদের উপস্থিতিতে। তাতে বাংলাদেশ জাতীয় বেসবল দলও উৎসবের আনন্দে মেতে উঠে।  

এ অনুষ্ঠানে জাপান রাষ্ট্রদূতের কার্যালয়ের মিনিস্টার মি. মাচিদা তাৎসুয়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ শরীফুল আলম, বাংলাদেশ জাতীয় বেসবল দলের কোচ হিরোকি ওয়াতানাবে, তেতসুরো কানো উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেসবল সফটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। এছাড়া যুগ্ম সম্পাদক আজম আলী খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।