ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল

টানা জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
টানা জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বাংলাদেশে ভলিবল ফেডারেশনের আয়োজনে ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২’ এর তৃতীয় দিনেও শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ সেটে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ।

শনিবার বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চ্যাম্পিনশিপে তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচের প্রথম সেটে ২৫-১৬ পয়েন্টে জয় পায় বাংলাদেশ, দ্বিতীয় সেটে ২২-২৫ ব্যবধানে হারে তারা, তৃতীয় সেটে ২৩-২৫ ব্যবধানে আবারো হারে।

তবে চতুর্থ সেটে ২৫-১৩ এবং পঞ্চম সেটে ১৫-১৩ পয়েন্টে জয় তুলে নেয় বাংলাদেশ।
সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দলের ৭ নম্বর জার্সিধারী সাফিন।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, শেষ ম্যাচটি কঠিন কঠিন ছিল। তবে আমরা জিতেছি এটাই বড় কথা। আমি সেরা খেলোয়াড় হয়েছি সেটা খুবই আনন্দের।
তার হাতে পুরস্কার তুলে দেন কাবার প্রেসিডেন্ট লতিফ।  এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও যুগ্ম সম্পাদক অ্যাড. ফজলে রাব্বী বাবুল।

এদিকে দিনের প্রথম ম্যাচে নেপালকে হারায় কিরগিজস্তান।  সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কিরগিজস্তানের ৪ নম্বর জার্সিধারী নুরিসলাম।

আগামীকালের সূচি:
বিকাল ৩টায় মুখোমুখি হবে কিরগিজস্তান-শ্রীলঙ্কা।  
বিকাল সাড়ে ৫টায় মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।