ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সহজ জয়ে ফাইনালে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
সহজ জয়ে ফাইনালে জোকোভিচ

প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে যান নোভাক জোকোভিচ, তবে পরে আর এমনটা হয়নি। ঘুরে দাঁড়িয়ে চমক দেখালেন তিনি।

ধাপট দেখিয়ে যুক্তরাষ্ট্রের টমি পলকে সরাসরি সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলেন সার্বিয়ান টেনিস তারকা।
 
আজ রড লেভার অ্যারেনায় অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে ৭-৫, ৬-১, ৬-২ গেমে জয়লাভ করেন জোকোভিচ। রাফায়েল নাদালের রেকর্ড ছোয়াঁর আরও কাছে এখন সার্বিয়ান এই তারকা। শেষ লড়াইয়ে তিনি মুখোমুখি হবেন স্তেফানো সিৎসিপাসের। একইদিনে যিনি রাশিয়ার কারেন কাচানোভকে ৭-৬ (৭-২), ৬-৪, ৬-৭ (৬-৮) ও ৬-৩ গেমে হারিয়ে জয়লাভ করেন।  

২০২১ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেন জেতেন পুরুষদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২১টি গ্র্যান্ড স্ল্যাম জেতা এই তারকা। ২০২২ সালে খেলতে পারেননি তিনি; করোনা ভাইরাসের টিকা না নেওয়ার কারণে। এবারের ফাইনাল জিতলেই নাদালের সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।