ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ওয়ালটন মিডিয়া কাপ টেবিল টেনিস শুরু বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জুন ২০, ২০২৩
ওয়ালটন মিডিয়া কাপ টেবিল টেনিস শুরু বৃহস্পতিবার

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ-পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও কুইন অব হার্টসের আয়োজনে আগামী বৃহস্পতিবার (২২ জুন) থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন মিডিয়া কাপ টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৩। ’ পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৪ জুন পর্যন্ত।

প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজ (২০ জুন) মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), কুইন অব হার্টসের ব্যবস্থাপনা পরিচালক বোরহান আজাদ ও টুর্নামেন্ট কমিটির সদস্যগণ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় চ্যানেল আই, ইন্ডিপেন্ডেন্ট টিভি, নিউজ২৪, দীপ্ত টিভি, জনকণ্ঠ, সমকাল, কালবেলা ও সংগ্রামসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নিবেন। প্রতিযোগিতা তিনটি ক্যাটাগোরিতে অনুষ্ঠিত হবে। সেগুলো হলো- পুরুষ একক, নারী একক ও পুরুষ দ্বৈত। ২২ জুন উদ্বোধনী দিনে পুরুষ একক ও নারী এককের খেলা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় এক লাখ টাকা প্রাইজমানি থাকছে। যেখানে কোনো নিবন্ধন ফি ছাড়াই অংশ নিতে পারবেন বিভিন্ন মিডিয়া হাউজের কর্মীরা। এছাড়াও বিজয়ীদের জন্য ক্রেস্ট থাকবে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।