ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

খেলা

এসজিএমএইচ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মার্চ ১, ২০২৫
এসজিএমএইচ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত

ঢাকা: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপে কর্মরত গার্মেন্টসকর্মীদের নিয়ে এসজিএমএইচ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর ফাইনাল ম্যাচ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পূর্বাচলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সামস্ স্টাইলিং ওয়্যারস লিমিটেডের টিম সামস্ ওয়ারিয়রস্ এর মুখোমুখি হয় দি সিভিল ইঞ্জিনিয়ার্স ওভেন লিমিটেড ও দি সিভিল ইঞ্জিনিয়ার্স ওয়াশ লিমিটেডের দল টিসিই ডব্লিউ ডব্লিউ গ্ল্যাডিয়েটরস।



ফাইনাল ম্যাচে সামস্ ওয়ারিয়রসকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় টিসিই ডব্লিউ ডব্লিউ গ্ল্যাডিয়েটরস। আগে ব্যাট করতে নেমে সামস্ ওয়ারিয়রস্ নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৩৬ রান করে। জবাবে ৩ ওভার হাতে রেখে ইমরান হোসেনের ম্যাচ সেরা ৭৮ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় টিসিই ডব্লিউ ডব্লিউ গ্ল্যাডিয়েটরস। টুর্নামেন্ট সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আসিফ। টুর্নামেন্টের সবচেয়ে সুশৃঙ্খল দল হিসেবে ফেয়ার প্লে ট্রফি অর্জন করে রয়েল মাওনা টিম।

চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হুসাইন,ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাসনাত মোশাররফ, পরিচালক হোসনে আরা বেগম, হাসিব মোশাররফ, ফাহিম মোশাররফ ও এইচ, টি, এম কাদের নেওয়াজ।

বক্তারা বলেন, গার্মেন্টস শিল্পের কর্মীরা তাদের মেধা ও শ্রমে দেশের অর্থনীতিকে প্রতিনিয়ত মজবুত করছে। স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপ সবসময় কর্মীদের উৎসাহিত করে থাকে। পাশাপাশি কর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়ানোর জন্য নিয়মিতই খেলাধুলা, পিকনিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরও নানান ধরনের আয়োজন চলমান রয়েছে। এসজিএমএইচ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর এবারের আসরে স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপে কর্মরত বিভিন্ন ফ্যাক্টরির কর্মীদের ১০টি দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।