ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

খেলা

ইংল্যান্ডে ফুটবলের পর মেয়েদের ক্রিকেটেও নিষিদ্ধ ট্রান্সজেন্ডাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৭, মে ২, ২০২৫
ইংল্যান্ডে ফুটবলের পর মেয়েদের ক্রিকেটেও নিষিদ্ধ ট্রান্সজেন্ডাররা ছবি: সংগৃহীত

মেয়েদের ক্রিকেটে ট্রান্সজেন্ডার ক্রিকেটারদের নিষিদ্ধ করেছে ইংল্যান্ড। আজ এক বিবৃতিতে বিষয়টি জানায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

যারা ‘জৈবিক নারী’ তারাই কেবল মেয়েদের ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবে, এমনটাই জানানো হয়েছে বিবৃতিতে।

শুধু জৈবিক নারীদেরই আইনত নারী হিসেবে স্বীকৃতি দিয়ে ব্রিটেনের সুপ্রিম কোর্টে একটি আইন পাশের পর এ সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। গত ১৫ এপ্রিল এই বিষয়টি কোর্টে উত্থাপন করা হয়েছিল। কোর্টের এই রায়ে একই সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। সেখানেও নিষিদ্ধ করা হয়েছে ট্রান্সজেন্ডার মেয়েদের।  

এক বিবৃতিতে এফএ জানায়, ‘আইন, বিজ্ঞান বা স্থানীয় ফুটবলের জন্য এই নীতি পরিবর্তিত হলে আমরা এই বিষয়ে আবারো পর্যালোচনা করব। সুপ্রিম কোর্টের রায়ের পর আমরা নারী ফুটবলে ট্রান্স নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করছি। ’

আজই এই আদেশ কার্যকরের কথা জানিয়ে ইসিবি জানায়, ‘সুপ্রিম কোর্টের নতুন এই আইনের পর আমরা বিশ্বাস করি এটা এখনই কার্যকর করা উচিত। ’ তবে বিবৃতিতে ক্রিকেটের মধ্যে কোনো ‘বৈষম্য’ না রাখার কথাও জানায় ইসিবি।  

এদিকে নতুন নীতির সমালোচনা করে ফুটবল বনাম ট্রান্সফোবিয়া গ্রুপের নাটালি ওয়াশিংটন বলেন, ‘অনেক ট্রান্স খেলোয়াড় এখন পুরুষদের দলে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের অভাবে খেলতে চাইবেন না’

কিছু ট্রান্স অধিকার গোষ্ঠীগুলো এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানালেও বেশিরভাগ নারী অধিকার সংগঠন এফএ-এর এমন নীতিকে স্বাগত জানিয়েছে।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।