ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

খেলা

ঋতুপর্ণা চাকমার জন্য ঘর নির্মাণ করবে বিসিবি

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৭, আগস্ট ১০, ২০২৫
ঋতুপর্ণা চাকমার জন্য ঘর নির্মাণ করবে বিসিবি ঋতুপর্ণা চাকমা

বাংলাদেশ নারী ফুটবলের উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখা তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমার জন্য নিজ গ্রামে ঘর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (৯ আগস্ট) বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে এ ঘোষণা দেন বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু।

দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ফুটবলার হিসেবে স্বীকৃত ঋতুপর্ণা চাকমা রাঙামাটি জেলার এক প্রত্যন্ত গ্রামে বসবাস করেন। তবে তার বর্তমান বসতবাড়ি খুবই জরাজীর্ণ। সম্প্রতি গণমাধ্যমে বিষয়টি আলোচনায় এলে বিসিবি দায়িত্ব নেওয়ার ঘোষণা দেয়। মিঠু বলেন, ' আমরা ঋতুপর্ণা চাকমার গ্রামে যে বাড়িটি আছে তার সংস্কারের সিদ্ধান্ত নিয়েছি। এই প্রস্তাব পাশ হয়েছে। এখন শুধু বাস্তবায়নের পালা। '

নারী ক্রীড়াবিদদের পৃষ্ঠপোষকতায় বিসিবির এই উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করছেন ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টরা। এর আগে পুরুষ ও নারী উভয় বিভাগেই বিভিন্ন সময়ে ফুটবলারদের পাশে দাঁড়িয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিসিবির এমন পদক্ষেপ শুধু ঋতুপর্ণার প্রতি নয়, বরং গোটা নারী ক্রীড়াঙ্গনের প্রতি এক ধরনের স্বীকৃতি ও সম্মান বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা আশা করছেন, এর মাধ্যমে ভবিষ্যতে আরও অনেক প্রতিভাবান নারী খেলোয়াড় উৎসাহিত হবেন এবং দেশের জন্য গৌরব বয়ে আনবেন।

এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।