ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

খেলা

আবারও জান্নাত বেগমকে ঘিরে লিঙ্গ বিতর্ক

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৩, আগস্ট ২১, ২০২৫
আবারও জান্নাত বেগমকে ঘিরে লিঙ্গ বিতর্ক জান্নাত বেগম

বাংলাদেশ অ্যাথলেটিক্সে আলোচিত নাম জান্নাত বেগম। জ্যাভলিন থ্রোয়ে রেকর্ড গড়া এই সেনাবাহিনীর অ্যাথলেটকে ঘিরে ফের দানা বেঁধেছে লিঙ্গ পরিচয় সংক্রান্ত বিতর্ক।

নৌবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ আসার পর তাঁকে লিঙ্গ পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন।

জাতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেন, “নৌবাহিনী জান্নাত বেগমের বিষয়ে লিখিত আপত্তি জানিয়েছে। বিষয়টি স্পষ্ট করার জন্য তাকে পিজি হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য বলা হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এর আগে পর্যন্ত জান্নাত সামার অ্যাথলেটিক্সে অন প্রটেস্ট হিসেবে অংশ নিতে পারবেন। ”

তিন বছর আগেও একই বিতর্কে আলোচনায় এসেছিলেন জান্নাত। ২০২২ সালের সামার অ্যাথলেটিক্সে বর্শা নিক্ষেপে আখেরুন নেসার ২৫ বছর আগের ৪৫.১৪ মিটার রেকর্ড ভেঙে ৪৬.০৬ মিটার দূরত্বে নিক্ষেপ করেন জান্নাত। তৎকালীন অ্যাথলেট আখেরুন নেসা তখন সরাসরি তাঁর লিঙ্গ পরীক্ষা দাবি করেছিলেন।

কিশোরগঞ্জের মেয়ে জান্নাত প্রথমে বিজেএমসির হয়ে কাবাডি ও অ্যাথলেটিক্স খেলতেন। এরপর ২০১৯ সালে নৌবাহিনীতে যোগ দিলেও সেখানে কোনো প্রতিযোগিতায় অংশ নেননি। বর্তমানে সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করছেন তিনি।

চলতি বছরের মার্চে অনুষ্ঠিত জাতীয় অ্যাথলেটিক্সেও অংশ নেন জান্নাত। সেখানে জ্যাভলিনে স্বর্ণ (৪১.৮৬ মিটার) ও শটপুটে রুপা (১১.৬৮ মিটার) জয় করেন তিনি। যদিও সে সময় কোনো পক্ষ থেকে অভিযোগ আসেনি, এবারে নৌবাহিনীর অভিযোগের ভিত্তিতে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।

তিন দিনব্যাপী এবারের সামার অ্যাথলেটিক্স শুরু হয়েছে শুক্রবার। এতে অংশ নিচ্ছেন প্রায় ৫০০ অ্যাথলেট ও কোচ। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এবারের আয়োজনে পুরুষদের ২২টি ও নারীদের ১৮টি সহ মোট ৪০টি ইভেন্ট রয়েছে। দৌড় ইভেন্টে থাকছে ইলেকট্রনিক ফটোফিনিশিং প্রযুক্তি। আগামীকাল শনিবার ভোরে পূর্বাচলের ৩০০ ফিট রোডে হবে ম্যারাথন। থ্রো ইভেন্টগুলোর আয়োজন হচ্ছে আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দলের এশিয়ান কাপ প্রস্তুতির কারণে জাতীয় স্টেডিয়ামে এই ইভেন্ট না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশেষ আকর্ষণ হিসেবে এবার অ্যাথলেটিক্সের ৪৬ জন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট ও সংগঠককে দেওয়া হবে সম্মাননা স্মারক। এছাড়া রেকর্ড গড়লে অতিরিক্ত ২০ হাজার টাকা এবং ১০০ মিটার স্প্রিন্টে বিজয়ীরা পাবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সাবেক অ্যাথলেট শাহ জালাল মবিন প্রদত্ত ৪০ হাজার টাকা পর্যন্ত নগদ পুরস্কার।

এই আসরের আরেকটি আলোচনার বিষয় লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমানের অংশগ্রহণ। গতবার ইনজুরির কারণে খেলতে না পারা এই দ্রুতগতির দৌড়বিদ এবার নৌবাহিনীর হয়ে খেলছেন এবং দ্রুততম মানবের খেতাব পুনরুদ্ধারই তার লক্ষ্য।

এদিকে জান্নাত বেগমের বিষয়টি আরও বড় বিতর্কে গড়ানোর আগেই স্পষ্ট হওয়ার পথে। ফেডারেশন জানিয়েছে, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পদক বাতিল কিংবা বৈধতা, দুই দিকেই নেওয়া হবে প্রয়োজনীয় সিদ্ধান্ত।

এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।