ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

ইমরানুর না, বিশ্ব অ্যাথলেটিক্সে যাচ্ছেন রনি 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, আগস্ট ২৫, ২০২৫
ইমরানুর না, বিশ্ব অ্যাথলেটিক্সে যাচ্ছেন রনি 

আগামী সেপ্টেম্বরেই টোকিওতে বসছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর। সেখানে বাংলাদেশের পতাকা হাতে ট্র্যাকে নামবেন হার্ডলার নাজমুল হোসেন রনি।

সাধারণত স্প্রিন্টারদেরই বেছে নেওয়া হয় বৈশ্বিক প্রতিযোগিতার জন্য। কিন্তু ইমরানুর রহমান ফেডারেশনকে চিঠি দিয়ে যেতে না চাওয়ায় সুযোগ চলে গেল রনির কাছে।  

রনি চলতি বছরের ফেব্রুয়ারিতে ৪০০ মিটার হার্ডলসে ৫০.৮৪ সেকেন্ডে দৌড়ে ৩১ বছরের পুরোনো জাতীয় রেকর্ড ভেঙ্গেছিলেন। সদ্য সমাপ্ত সামার অ্যাথলেটিক্সেও সেরা হয়েছেন একই ইভেন্টে।  

ফেডারেশন সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘রনির টাইমিং সাফ গেমসে স্বর্ণ পাওয়ার মতো। বয়সও কম। সবকিছু বিবেচনায় আমরা তাকে বিশ্বমঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। ’

শটপুটার গোলাম সারওয়ার কিংবা লং রানার রিংকির মতো রেকর্ডধারীরা আছেন ঠিকই, কিন্তু আন্তর্জাতিক মানদণ্ড থেকে অনেকটাই পিছিয়ে তারা। তাই এবার তাদের সুযোগ হয়নি। এদিকে, এক জন খেলোয়াড় গেলেও জাপান সফরে যাচ্ছেন দুই কর্মকর্তা। সভাপতি মেজর জেনারেল (অব.) নাঈম আশফাক ও সাধারণ সম্পাদক শাহ আলম। তারা অংশ নেবেন ১১–১২ সেপ্টেম্বর টোকিওতে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স কংগ্রেসে।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।